ছেলে কিংবা মেয়ে,চুল মানুষের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ। চুল একজন মানুষের বাহ্যিক সৌন্দর্য বিকশিত করে । চুল যেরকমই হোক না কেন চুল ছাড়া মানুষ এককথায় শ্রীহীন। সুন্দর কেশ একজন মানুষের সৌন্দর্য এবং রূপকে পরিপূর্ণতা প্রদান করে ।
মেয়েদের লম্বা কালো চুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে । কিন্তু যুগ পরিবর্তনের মাধ্যমে মেয়েরা চুল আর আগের মতো বড় রাখে না ,কেটে ছোট করছে , কার্ল, স্টেট করছে । তবে যাই করুক চুল ছাড়া বিশ্রি দেখা যাবে ।
চুল ছাড়া নারী কিংবা পুরুষ কারোই সৌন্দর্যে পরিপূর্ণতা আসে না । তবে চুলের খানিকটা যত্নের ওপর নির্ভর করে । তাই অনেক চুল ছোট করে ফেলে এজন্য । ছোট কিংবা বড় চুলে স্মার্টনেস প্রকাশ পায় । চুল সৌন্দর্যের আলাদা মাত্রা এনে দেয় ।