চুড়ি -যাকে ছাড়া সাজ সম্পূর্ণ হয় না

শতাব্দীর পর শতাব্দী ধরে এক্ই ফ্যাশন রয়েছে

নারীর সৌন্দর্য তার হাতের চুড়ি । এমন কোন মেয়ে খুঁজে পাওয়া যাবে না যে চুড়ি পছন্দ করে না কিংবা পড়তে ভালোবাসে না । এটাকে মেয়েদের ইমোশন ও বলতে পারেন ।

 অলংকারের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অলংকার হল হাতের চুড়ি যা নারীর সাজসজ্জায় এনে দেয় এক আলাদা মাত্রা।  প্রিয়জনকে খুশি করার একটি মাধ্যম এটি ।

কপালে টিপ, চোখে কাজল, পরনে শাড়ির সাথে যদি হাত ভর্তি চুরি না থাকে তাহলে নারীর সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। আপনার বাহ্যিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে চুড়ি পড়তেই হবে ।

 

এছাড়াও রয়েছে চুড়ি কিছু কথা ,ধর্মীয় বিশ্বাস অনুসারে বিবাহিতা মহিলাদের খালি হাতে থাকা ঠিক নয়। তারা হাতে চুড়ি পরে থাকলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বলে মনে করা হয়

 


Hoimonti Shukla

137 Blog posts

Comments