লেখালেখির উপকরণ হিসেবে আমরা কলম ব্যবহার করে থাকি । আগের মানুষ হাড় , বাঁশের কঞ্চি, দোয়াত দিয়ে লিখতেন । সেসব পুরোনো কথা । আধুনিক যুগে এসে আমরা বলপেন ব্যবহার করি ।
ছাত্রদের পরীক্ষায় সঙ্গী হন, জর্জ, ব্যারিস্টার,উকিল, শিক্ষক সবার সঙ্গী । তাদের মনের ভাবনা, চিন্তা প্রকাশের মাধ্যমে হিসেবে তাকে দিয়ে লেখানো হয় । ছোট একটি কলম কিন্তু তা দিয়ে আমরা কত কিছুই না লিখি । কেউ সুখ দুঃখের গল্প লিখেন কেউ আবার জীবনের গল্প ।
শিক্ষা ও সভ্যতা বিকাশে তার বংশের অবদান কেউ অস্বীকার করতে পারবেনা। প্রবাদ আছে একটা জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো , কলম তার কর্মের গুনেই মানুষের নিত্য সঙ্গী।সারাদিনের ভাবনাগুলোও লেখা হয় এই কলম দিয়ে । কত কত আনন্দ, বেদনা , সুখের সাক্ষী এই কলম ।