ফেসবুকে একটা ভিডিও দেখলাম,নৌকায় একটা লাশ । যেটা নিয়ে ভেসে বেড়াচ্ছে যদি কোথাও একটু মাটি মিলে,দাফন করার জন্য। কিন্তু পাচ্ছে না। অন্তঃসত্ত্বা এক বোন বাঁচার আকুতি নিয়ে নৌকায় উঠার আর্জি জানাচ্ছে।
এক বৃদ্ধাকে দেখলাম। যাকে পিঠে নিয়ে কমবয়সী ছেলেটা মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে। ভাসতে থাকা এক ছোট্ট শিশু, যাকে তড়িঘড়ি করে পানি থেকে তুলে পেট ঠেসে জীবন ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
এতসব ভ:য়াবহ খবরের মধ্যে দুই চারটা স্বস্তির খবরেও চোখ ভিজে যাচ্ছে। সর্বস্তরের মানুষ তার স্ব স্ব জায়গা হতে সাহায্যের হাত বাড়িয়ে দিতেছে । যেখানে বিপদে আমরা সবাই এক। যেখানে বিপদের মধ্যে রাজনীতি নাই। স্বার্থ হাসিল নাই। আছে কেবলই এক ভাই হয়ে আরেক ভাইকে বাঁচানোর তাড়না। আছে কেবলই এক বোন হয়ে আরেক বোনকে রক্ষার তাড়না।