বন্যার্তদের আহাজারি

হাজারো বন্যার্তদের আর্তচিৎকারে বাংলার আকাশ আজ নিস্তব্ধ ও অশ্রুসিক্ত

বাবা মা আমাদের জীবনের যে কতখানি গুরুত্বপূর্ণ তা কমবেশি আমরা সকলেই জানি । তাদের ভালোবাসা দিয়ে আমাদের বড় করে তোলে । তাদের ঋণ শোধ করার সামর্থ্য কোন সন্তানের নেই । পৃথিবীতে যদি সবচেয়ে আপন কেউ থাকে তা বাবা মা ছাড়া আর কেউ হতে পারে না । কোন স্বার্থ ছাড়াই আমাদের মানুষ করে ।

 

কুমিল্লা থেকে এক ভাই বলেছেন তিনি তার মাকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়ে আসেন । তারপর বাবাকে নিতে গিয়ে দেখেন তার বাড়ি ঘর সবকিছু বন্যায় ডুবে গিয়েছে । ঘরের ভেতর তার বাবা ও ছিল । 

 

ভাইটার কথা শুনে বারবার ভেতরটা নাড়া দিচ্ছিল । একবার ভাবুন ওখানে তো আমার, আপনার মা বাবা ও থাকতে পারত । তাদেরকেও হয়তো হারাতে হত এভাবেই । সৃষ্টিকর্তা যেন সকল বাবা মাকে ভালো রাখে । কারন বাবা মা ছাড়া দুনিয়াটা সত্যি অচল ।


Hoimonti Shukla

137 Blog posts

Comments