২০২৪ সাল

নিঃসন্দেহে আমাদের এই জেনারেশনের চোখে দেখা সবচাইতে খারাপ বছর

জীবনের প্রায় এক চতুর্থাংশ সময় পার হতে চলল । এই বয়সে হয়তো ভালো মন্দের ফারাকটা খুব বেশি না বুঝলেও কিছুটা বুঝি । 

এই ২৪ সালটা অভিশপ্ত একটা সাল হয়ে যাচ্ছে । কয়েকদিন আগেই কত বড় একটা আন্দোলন হলো । যাদের নাম হাইলাইট করা হয়েছে তারা বাদেও আরো যে কত যে আহত ,নিহত হয়েছেন ‌। সরকার পদত্যাগ থেকে শুরু করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ও গঠন হলো ।

 

এবার সময় দেশটাকে নতুন করে সাজানো । যদিও আন্দোলনের রেশ এখনও কাটেনি ।এর মধ্যেই শুরু হল ভয়াবহ বন্যা । চারিদিকে শুধু স্বজন হারানোর বেদনা । নিমিষেই সাজানো গোছানো সংসার, কতো মানুষের স্বপ্ন আজ জলের নিচে ।

দেশটার আজ কি অবস্থা ! একটা বছরেই অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে এই সালটা ।


Hoimonti Shukla

137 Blog posts

Comments