হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম ।আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও মহান সৃষ্টিকর রহমতে অনেক ভাল আছি। আজ অনেকদিন পর স্টিমিট প্লাটফর্ম এ ফিরে আসলাম। যদিও কিছু ব্যক্তিগত কারণে এতদিন আমি স্টিমিট প্লাটফর্মে আসতে পারিনি। যাইহোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কন্টিনিউ কাজ করতে পারি। আজ আমি আপনাদের সাথে শহরের পরিবেশ ও গ্রামের পরিবেশ কতটা ভিন্নধর্মী তা আলোচনা করব
Explore
My Profile
My Wallet
গ্রামীণ পরিবেশ আর শহরের পরিবেশ মাঝে মাঝে কতোটা তফাৎ
kabir21 (63)Verified Member ??in Steem For Tradition • last year (edited)
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম ।আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও মহান সৃষ্টিকর রহমতে অনেক ভাল আছি। আজ অনেকদিন পর স্টিমিট প্লাটফর্ম এ ফিরে আসলাম। যদিও কিছু ব্যক্তিগত কারণে এতদিন আমি স্টিমিট প্লাটফর্মে আসতে পারিনি। যাইহোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কন্টিনিউ কাজ করতে পারি। আজ আমি আপনাদের সাথে শহরের পরিবেশ ও গ্রামের পরিবেশ কতটা ভিন্নধর্মী তা আলোচনা করব
গ্রাম ও শহরের মধ্যে তফাৎ
IMG_20230518_173932.jpg
গ্রামের অপরুপ সৌন্দর্য
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png
গ্রাম কথা টা শুনলেই যেন মনের মাঝে এক ধরনের অনুভূতি কাজ করে। জন্ম থেকে শুরু করে শৈশবে বেড়ে ওঠা সবকিছুই গ্রামীণ পরিবেশে হয়ে থাকে। সেই গ্রামীন পরিবেশের মায়া কখনো ভুলা যায় না। যতই দূরে যায় না কেন বারবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। বন্ধু বান্ধবের সাথে কত সময় কাটিয়েছি বারবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়।
আজ প্রায় এক বছর হতে চলল বাংলাদেশের একমাত্র ব্যস্ত শহর ঢাকাতে অবস্থান করতেছি। কিন্তু এখানে নিজেকে বন্দী পাখির মত মনে করি। সকাল সাতটায় ঘুম থেকে উঠে, সোজা ভার্সিটিতে যাই। তারপর বিকাল ৫ টায় ভার্সিটি থেকে এসে সোজা রুমে অবস্থান করি। নিজেকে যেন খাঁচায় বন্দি পাখির মত লাগে। নিজের ইচ্ছামতো কোন কিছু করতে পারিনা। এইতো আজকে ই সকালেই প্রতিদিনের মত মোবাইলের এলাম এ ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে দেখি আকাশ একটু ঘন কালো মেঘে আ
কাশ ছুঁয়ে গেছে।
কিন্তু তখনই মনের মাঝে বৃষ্টিতে ভেজার অনুভূতি বেজে ওঠে। কিন্তু তারপর ই সেই অনুভূতি শেষ হয়ে যায়। কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। আর আর জ্বর আসলে সবকিছু শেষ হয়ে যাবে যেহেতু ঢাকা শহরে আমি একা তাই আমাকে দেখার মত কেউ তেমন নেই। এই সময়টা যদি গ্রামে হত তাহলে কোন চিন্তা ছাড়াই বৃষ্টির পানিতে ভিজিয়ে দিতাম নিজের শরীরটা। আর ইচ্ছে মত গোসল করতাম বৃষ্টির পানিতে। কতই না আনন্দ করতাম তা ভাবলেই মনটা অনেক খারাপ হয়ে যায়।
তারপর আর বৃষ্টিতে না ভিজে তাড়াতাড়ি করে বিছানা থেকে ওঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু এই সময়টা যদি গ্রামে থাকতাম তাহলে কখনোই বৃষ্টিতে ভিজে স্কুলে যেতাম না। বাবা মাকে অজুহাত দিয়ে বলতাম বাইরে বৃষ্টি পড়তেছে আজকে স্কুল যাব না। আজকে কেউ স্কুলে আসবেনা। এসব বলতাম আর মনের সুখে আবার ঘুমিয়ে যেতাম।
দিন যতই বড় হচ্ছে শৈশবে স্মৃতিগুলো সব জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ততই নিজেকে বেঁচে থাকার লড়াই য়ে জড়িত করছি।
ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমার সাথে থাকার জন্য। আজ আর নয় আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকুন এই কামনাই করি।