সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
সুপ্রিয়, বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ।এবং কি ঈদের আনন্দ কাটিয়ে নিজ কর্মসংস্থান বা জীবন জীবিকার তাগিতে ছুটছেন নিজের গন্তব্য স্থলে । জীবনটা যেমন ঠিক সেভাবেই যাপন করতে হয় এটাই হল বাস্তবিক । তাই এই সত্যকে অনুধাবন করে জীবন জীবিকা থাকিতে প্রতিনিয়তই লড়তে হয়। জীবনে কি পেলাম বা কি হারালাম তার হিসেব নাই বা দেখলাম।
যাই বা হোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলুম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ।আর চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু ব্লগ উপস্থাপন করার ।সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মাঝে আমার গ্রাম বাংলা পরিবেশের সাথে কাটানো সুন্দর একটি মুহূর্ত শেয়ার করতে চলেছি।
আশা করি আপনাদের সবারই গ্রাম বাংলার আলোর চিত্রগুলো সেই সাথে আমার দেয়া বর্ণনার উপস্থাপন গুলো ভালো লাগবে ।এমনটাই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে শুরু করছি আমার আজকের ব্লগ ।
গত কয়েক দিনের তুলনায় আজকের আবহাওয়াটা বেশ সুন্দর আর প্রাণবন্তর ছিল । হালকা মেঘ এবং কি হালকা মৃদু বাতাস সবমিলিয়ে বিকেল বেলার পরিবেশটা ছিল বড়ই মনমুগ্ধকর। তাইতো আজকের বিকেল বেলা বের হলাম প্রকৃতির সান্নিধ্যে পেতে কিছু সময় অতিবাহিত করার জন্য।
** প্রায় দীর্ঘদিন ধরে গ্রামের এই মেঠো পথের রাস্তা দিয়ে আসা হয় না। এটা মূলত এই এলাকায় গ্রামের মানুষজনের যাতায়াতের জন্যই। ছোট্ট সুর রাস্তা দুই পাশে দুর্বা ঘাসে ভরা সেই সাথে রাস্তা দুই ধারে হাজারো কৃষি জমির সবুজ সমারোহে প্রকৃতি যেন সম্পূর্ণ রূপ সৌন্দর্য নিঙরে দিয়েছে।
গ্রামের প্রকৃতি প্রতিনিয়ত নির্মল সুন্দর সেই সাথে নিজের মনকে অনেকটা প্রাণবন্তর আর সুন্দর করে তোলে এই সোনালী সুন্দর বিকেল। সেই সাথে সবুজ প্রকৃতি আর রাস্তার ধারে থাকা ছোট্ট ছোট্ট সবুজ দুর্বা ঘাস যা থেকে দেখলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি খেলা করে ।আসলে প্রকৃতি মহিমা অপার সে প্রতিক্ষনে প্রতি মুহূর্তে রং বদলায়
।**