গ্রামের সবচেয়ে মধুর জীবন হলো শৈশব জীবন । সেই সকাল থেকে সন্ধ্যা অব্দি সারাদিন গ্রামের সকল বন্ধুবান্ধব মিলে খেলাধুলু কাদা মাখা বৃষ্টিতে ভেজা এ দিনগুলো বড়ই মধুর। এখনো সময় অসময়ে সেই শৈশব জীবনের কথাগুলো মনে পড়ে। ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি ব্রিজের মাঝে বেশ কয়েকটি ছেলে মিলে আড্ডা দিচ্ছে।। আসলে এসব চিত্র দেখলে আবার ফিরে যেতে ইচ্ছে করে সেই শৈশব জীবনের। কিন্তু সময় তো কারণ সেই সময় আমরা আর কখনো ফিরে পাবো না।
মানুষজনগুলো সত্যিই অনেক সরল সোজা মনের । তাদের মনে রয়েছে অফুরন্ত ভালোবাসা । গ্রামের মানুষের ভিতর থাকে সুপ্ত জ্ঞান বিবেক বুদ্ধি থাকে সৎ। টিনের বেড়ার টিনের চালে মাটির ঘরে বসবাস করা মানুষগুলো। তাদের মনে রয়েছে অফুরন্ত সুখ ভালোবাসা সেই সাথে সবাইকে আপন করে তারা জীবন যাপন করে ।