বাংলাতেই রয়েছে সিকিমের একটু ছোঁয়া – পুরুলিয়ার অযোধ্যা পাহাড়

বাংলাতেই রয়েছে সিকিমের একটু ছোঁয়া – পুরুলিয়ার অযোধ্যা পাহাড়

Bangla Blog

ভ্রমণ

 

বাংলাতেই রয়েছে সিকিমের একটু ছোঁয়া – পুরুলিয়ার অযোধ্যা পাহাড়

বাংলাব্লগ.ইন নিজস্ব প্রতিবেদন · December 30, 2021

 

FacebookTwitterShare

শাল, পিয়াল, মহুয়ায় ঘেরা অযোধ্যা পাহাড়। অপূর্ব তার সৌন্দর্য্য। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এর অবস্থান। চারিদিকে পাহাড় ঘেরা একটি ছোট্ট মালভূমি। ছোটনাগপুর মালভূমির পূর্বদিকটাই অযোধ্যা পাহাড়। ভারি সুন্দর এই পাহাড়। সর্বোচ্চ উচ্চতা ৭১২ মিটার। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে এই অযোধ্যাকে। আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা যে কত সুন্দর তা এই অযোধ্যা পাহাড় না দেখলে বোঝা যাবে না। বাঙালী হয়ে বাঙলার এই সৌন্দর্য্য এক বার নয় বার বার আমাদের উপভোগ করার মত। শীতের মরসুমে সপ্তাহের শেষে দুটি দিন আমরা ঘুরে আসতেই পারি। চলুন যাত্রা শুরু করি অযোধ্যার উদ্দেশ্যে।

অযোধ্যা পাহাড়ে ওঠার সময় কয়েকটা বাঁক ঘোরার পরেই নিচে লোহারিয়া ড্যাম। কয়েক মিটার ওঠার পরেই বাঁ দিকে লোয়ার ড্যাম। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের মাঝে নীল জল। ভারি সুন্দর। পাহাড়ের ওপরে পিপিএসপি (পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রোজেক্ট – PPSP) এর দুটি ড্যাম। লোয়ার ও আপার ড্যাম।

Bangla Blog

ভ্রমণ

 

বাংলাতেই রয়েছে সিকিমের একটু ছোঁয়া – পুরুলিয়ার অযোধ্যা পাহাড়

বাংলাব্লগ.ইন নিজস্ব প্রতিবেদন · December 30, 2021

 

FacebookTwitterShare

শাল, পিয়াল, মহুয়ায় ঘেরা অযোধ্যা পাহাড়। অপূর্ব তার সৌন্দর্য্য। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এর অবস্থান। চারিদিকে পাহাড় ঘেরা একটি ছোট্ট মালভূমি। ছোটনাগপুর মালভূমির পূর্বদিকটাই অযোধ্যা পাহাড়। ভারি সুন্দর এই পাহাড়। সর্বোচ্চ উচ্চতা ৭১২ মিটার। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে এই অযোধ্যাকে। আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা যে কত সুন্দর তা এই অযোধ্যা পাহাড় না দেখলে বোঝা যাবে না। বাঙালী হয়ে বাঙলার এই সৌন্দর্য্য এক বার নয় বার বার আমাদের উপভোগ করার মত। শীতের মরসুমে সপ্তাহের শেষে দুটি দিন আমরা ঘুরে আসতেই পারি। চলুন যাত্রা শুরু করি অযোধ্যার উদ্দেশ্যে।

 

Ajodhya

 

অযোধ্যা পাহাড়ে ওঠার সময় কয়েকটা বাঁক ঘোরার পরেই নিচে লোহারিয়া ড্যাম। কয়েক মিটার ওঠার পরেই বাঁ দিকে লোয়ার ড্যাম। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের মাঝে নীল জল। ভারি সুন্দর। পাহাড়ের ওপরে পিপিএসপি (পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রোজেক্ট – PPSP) এর দুটি ড্যাম। লোয়ার ও আপার ড্যাম।

 

আরও পডু়ন:

কয়েকদিনের ছুটিতে ঘুরে আসুন রাঙা মাটির দেশ বড়ন্তি

অযোধ্যা পাহাড়ের উপরটা পুরোটাই সমতল ভূমি। বোঝাই যায় না পাহাড়ের উপরে আছি। প্রায় ৫০টির মত আদিবাসী গ্রাম রয়েছে পাহাড়ের উপরে। শাল, পিয়ালের বন তো আছেই তাছাড়ও গুরুত্বপূর্ণ হল পাহাড়ের উপরে নানা চাষআবাদ হয়। ধানের ফলন তো আছেই আরও আছে কাঁচা আনাজের চাষ। অড়হড় ডাল চাষের যথেষ্ট প্রচলন রয়েছে পাহাড়ে। আদিবাসীদের নকশা করা বাড়ি ,নিকানো মাটির উঠোন; ভারি সুন্দর, ভারি সুন্দর এই অযোধ্যা পাহাড়। আরও কতবার সুন্দর বললে একে সুন্দর বলা হবে জানি না।

 

অযোধ্যার প্রধান আকর্ষণীয় কয়েকটি যায়গার মধ্যে রয়েছে বামনী ফলস্, মার্বেল লেক, অযোধ্যা হিল টপ, ময়ূর পাহাড়, তূর্গা ফলস্, পাখি পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুরগুমা লেক।

বামনী ফলস্

দেখতে হলে সমতল থেকে প্রায় ২০০–২৫০ ফুট (৫০০-৫৫০ টা সিড়ি) নীচে নামতে হবে। কিছুটা বাঁধানো সিড়ি দিয়ে নামার পর পাথরের ধাপ। নীচে নামার পথটা দুদিকে ঘন সবুজ জঙ্গলে ঘেরা। পাথরের ধাপ পার হয়ে বেশ খানিকটা নীচে নামলেই ঝর্ণার অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। পাথরের ধাপ দিয়ে নামতে এবং উঠতে দুটোই একটু কষ্ট হয় ঠিকই কিন্তু বামনী ফলসের এই সৌন্দর্য্য সব কষ্ট লাঘব করে দেবে। এই ঝর্ণাটি থেকে একটা ছোট্ট লেক তৈরী হয়েছে।

চলুন ঘুরে আসি

 


Prince Rot Hajong

30 Blog posts

Comments