মিড নাইট সান

যেখানে সূর্য অস্ত যায় না

নির্দিষ্ট সময়ে হয় দিন এবং রাত । এছাড়াও আমরা সূর্যোদয় ও সূর্যাস্তে অভ্যস্ত ‌ কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে ডোবে না সূর্য। ২৪ ঘন্টা এ ঘটনাকে বলা মিড নাইট সান ।

 

কানাডার কিছু জায়গা গরমকালে টানা ৫০ দিন সূর্যের বাকি সময় বরফে ঢাকা থাকে । অন্যদিকে নরওয়েকে মধ্য রাতের সূর্যের দেশ হিসেবে পরিচিত । কারন এখানে ঘড়ির সময় 12:00 am এ সূর্য দেখা যায়। এদেশে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় ৭৫ দিনের মধ্যে সূর্য ২০ ঘন্টার জন্য কখনো অস্ত যায় না । এদেশের স্থায়ীভাবে সূর্য আরো সময়কাল ১ বছরের মধ্যে ৬ মাস পর্যন্ত স্থায়ী হয়।

 

এছাড়াও আইসল্যান্ডেও রাতের আকাশে সূর্য দেখা যায় । গ্রীষ্মের সময় এখানে মধ্যে রাতে সূর্য অস্ত যায় এবং ভোর ৩ টায় আবার সূর্য ওঠে । এজন্য দর্শনার্থীদের এসময়টাতে অনেক ভিড় হয় । 

 

এছাড়াও দর্শনীয় হিমবাহ ও তুষার আবৃত আলাস্কাতে মে মাসে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না । 


Hoimonti Shukla

137 Blog posts

Comments