বেলি ফুলের সুঘ্রাণ

বেলির সৌন্দর্য এবং ঘ্রাণ যে কাউকে মুগ্ধ করতে বাধ্য

প্রেম, ভালোবাসা, পবিত্রতা শব্দগুলোর সঙ্গেই যেন বেলি ফুল জড়িয়ে আছে । সুগন্ধি ফুল হিসেবে আমরা সবাই চিনি । এটি মূলত লতানো উদ্ভিদ । এর ইংরেজি নাম অ্যারাবিয়ান জেসমিন । সুবাসে মাতোয়ারা হয়ে, প্রেমিকার খোঁপায় দুটি বেলি ফুল বা একটি বেলি ফুলের মালা দিতে কোন প্রেমিক না চায় !

 

যুগে যুগে কবিদের কবিতায় বেলি ফুলকে নিয়ে কতশত লেখা হয়েছে । পৃথিবীজুড়েই এই বেলির খুব কদর আছে। প্রায় সবরকম মাটিতেই গাছ লাগানো যায়। চাইলে বড় কোন বারান্দা টবেও লাগানো যাবে । বারান্দা বা ছাদবাগানে দু–একটি ঝেপে আসা বেলি ফুলের সমারোহ সারা দিনের ক্লান্তি ঘুচিয়ে দেবে ।

 

এ ফুল সুবাসের জন্য জনপ্রিয়। বিভিন্ন রকমের প্রসাধনীতে এর ব্যবহার রয়েছে ।যেমন মাথার তেল, সুগন্ধি ইত্যাদি। এছাড়াও হাতে এবং মাথায় বেলি ফুলের গাঁজা মেয়েদের সাজসজ্জার মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয় ।


Hoimonti Shukla

137 Blog posts

Comments