বিমান বা উরজাহাজ

Comments · 18 Views

আসুন জেনে নেই কি ভাবে কোথায় এবং কারা আবিষ্কার করেছিলো এই বিমান

 

যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে দ্রম্নতগামী যানবাহন উড়োজাহাজ বা বিমান। দেশের বাইরে কিংবা দেশের ভেতরে খুব কম সময়ে যাওয়ার জন্য শৌখিন মানুষের প্রথম পছন্দ এটি। এই বিমান বা উড়োজাহাজের উদ্ভাবক দুই ভাই সম্পর্কে কমবেশি সবারই জানেন।

রাইট ব্রাদার্স উইলবার রাইট এবং অরভিল রাইট পৃথিবীর বুকে প্রথম উড়োজাহাজ উদ্ভাবন করেন। রাইট ভ্রাতৃদ্বয়, অরভিল রাইট ১৮৭১ সালের ১৯ আগস্ট ওহিইও'র ডেটন শহরে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ওই শহরে মৃতু্যবরণ করেন।

অপরদিকে উইলবার রাইট ১৮৬৭ সালের ১৬ এপ্রিল আমেরিকার মিলভনে জন্মগ্রহণ করেন এবং ১৯ ৯২ সালের ৩০ মে ওহইিও এর ডেটন শহরে মৃতু্যবরণ করেন। দুই ভাই পেশায় ছিলেন মার্কিন প্রকৌশলী, যাদের উড়োজাহাজ উদ্ভাবনের কৃতিত্ব দেওয়া হয়।

 তাদের বাবা মিল্টন রাইট গির্জার ধর্মযাজক ছিলেন। ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর তারাই প্রথম পৃথিবীর বুকে সংযত, শক্তিশালী এবং বাতাসের চেয়ে বেশি ওজনবিশিষ্ট, উদ্বেগহীন, মানুষ বহন করা যায় এমন একটি উড়োজাহাজ তৈরি করেন। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোয়াইট ডি. আইজেন ১৯৫৯ সালে ১৭ ডিসেম্বর দিনটিকে রাইট ব্রাদার্স দিবস হিসেবে ঘোষণা করেন।

 আমেরিকানরা বেশ ঘটা করেই এই দিবসটি পালন করে থাকে। তবে দিবসটি কোনো সরকারি ছুটির দিন নয়।

Comments
Read more