টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ। এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলান্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে। এই প্রথমবার জীবনে অতিরিক্ত ভীড়ে কারো হিমশিম খাওয়া দেখে বিরক্ত না লেগে শান্তি লাগছে ।
এই দেশটাকে নিয়ে খুব হতাশ ছিলাম । কিন্তু নাহ ! এতো একতাবদ্ধ হওয়া আগে কখনো দেখি নি । এবার দেখলাম । আমরা ঘুরে দাড়াবোই । খুব শীঘ্রই এই বিপদ কাটিয়ে উঠবো আমরা ।
এমন স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম । আমরা আলাদা আলাদা ধর্মের হতে পারি। কিন্তু আমরা সবাই মানুষ, মানুষে মানুষে কোনো বিভেদ বৈষম্য না করে, মনমালিন্য না করে সবাই সবার পাশে দাড়ানোর চেষ্টা করি। আমরা সবাই একই দেশের মানুষ, একই পরিবারের মানুষ, এই পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, আমরা সবাই দেশের মানুষকে বাঁচানোর চেষ্টা করি ।