১৪ নং মান্দারী ইউনিয়নের

বন্যা পরিস্থিতির অবনতিতে কারো নিরাপদ আশ্রয়ের প্রয়োজন ওয়ার্ডের জনসাধারণকে নিন্মলিখিত প্রতিষ্ঠানগুলোতে নি??

অতি জরুরী বিজ্ঞপ্তিঃ ১৪ নং মান্দারী ইউনিয়ন এর জন্য:
================
বন্যা পরিস্থিতির অবনতিতে কারো নিরাপদ আশ্রয়ের প্রয়োজন হলে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪ নং মান্দারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণকে নিন্মলিখিত প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হইল।

১ নং ওয়ার্ডঃ
=>মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
=> মোহাম্মদনগর সালেহা নূরানী মাদরাসা।
=>পঃ যাদৈয়া খায়রুল এনাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
=> যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা।

২ নং ওয়ার্ডঃ
=>যাদৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
=>যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা।
=>মান্দারি ফালাহিয়া দাখিল মাদরাসা 
=>উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
=>মান্দারী বহুমূখী উচ্চ বিদ্যালয়।

৩ নং ওয়ার্ডঃ
=>মটবী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
=>মটবী সাজ্জাদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
=> মান্দারী বহুমূখী উচ্চ বিদ্যালয়।

৪ নং ওয়ার্ডঃ
=>জিল্লুর রহিম কলেজ।
=>মাওলানা আবদুল মান্নান সাহেবের মাদরাসা।
=>মান্দারী সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
=> মান্দারী বহুমূখী উচ্চ বিদ্যালয়।

৫ নং ওয়ার্ডঃ
=>পূর্ব মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
=>মান্দারী ফাতেমা বহুমূখী উচ্চ বিদ্যালয়।
=>মান্দারী সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬ নং ওয়ার্ডঃ
=>মান্দারী ইসলামিয়া আলিম মাদরাসা।
=>পঃ মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় (আমিন বাজার)।

৭ নং ওয়ার্ডঃ
=>গন্ধব্যপুর হাফেজিয়া মাদরাসা।
=>গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৮ নং ওয়ার্ডঃ
=>দঃ গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
=>গন্ধব্যপুর ইসলামিয়া মাদরাসা।

৯ নং ওয়ার্ডঃ
=>গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
=>গন্ধব্যপুর ইসলামিয়া মাদরাসা।

জনস্বার্থে সকলকে কপি পোস্ট বা শেয়ার করার অনুরোধ রইল।

আসুন আমরা সকলে নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ সকলের সহায় হউন।


Rubel Khan

44 Blog posts

Comments