পরিবার ও ভালোবাসা

পরিবারের সকল সদস্যের একে অপরের প্রতি ভালোবাসা পরিবারের শান্তি বয়ে আনে।

আমরা সবাই কোন না কোন পরিবারের বসবাস করি। সমাজের প্রতিটি মানুষ পরিবারের বসবাস করে থাকেন। আদিম যুগের মানুষ দলবদ্ধভাবে বসবাস করত। সেখান থেকেই মূলত পারিবারিক পরিবেশ সৃষ্টি।

 

পরিবারের সাধারণত মা-বাবা ভাই বোন দাদা-দাদী সকলে মিলে বসবাস করেন। পরিবারে বসবাস করতে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল একে অপর প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকে।

 

সাধারণত সর্বপ্রথম একটা শিশু পরিবার থেকেই শিক্ষা লাভ করে থাকে। পারিবারিক শিক্ষা যদি ভালো হয় তাহলে সে শিশুও ভালো গুনের অধিকারী হয়ে থাকেন।

 

পরিবারের সকল সদস্য যদি একে অপরের প্রতি সম্মান, স্নেহ ভালবাসা প্রকাশ করে তাহলে সেই পরিবারে শান্তি ও সুখ সবসময় বিরাজ করে।


Juboraj Hajong Raj

75 Blog posts

Comments