সফলতা

পরিশ্রম আর আত্মবিশ্বাস সাফল্যের মূল চাবিকাঠি

আমাদের সবার জীবনে ব্যর্থতা আসবেই তাই বলে সফলতার আশা বা হাল ছেড়ে দেওয়া উচিত নয়। সফলতা আনতে হলে চায় অক্লান্ত পরিশ্রম আর নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস।

 

পৃথিবীর যত বড় বড় মহৎ মানুষ রয়েছেন তারাও জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন। কিন্তু তারা কখনো হাল ছাড়েননি। তাদের অক্লান্ত পরিশ্রম আর আত্মবিশ্বাস তাদেরকে আজ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

 

জীবনে কখনো এমনি এমনি সাফল্য আসবে না।আপনি সাফল্যের আশা করছেন কিন্তু নিজের কাজের প্রতি কোনো বিশ্বাস নেই তাহলে আপনি কখনো সাফল্য লাভ করতে পারবেন না।

 

তাই সাফল্য অর্জনের জন্য প্রচুর পরিশ্রম আর নিজের কাজকে কখনো ছোট মনে করা মোটেও উচিত নয় 


Juboraj Hajong Raj

75 Blog posts

Comments