শৈশব

কোথায় হারিয়ে গেল আমাদের শৈশব

শৈশবের স্মৃতিকে আকড়ে ধরেই বেঁচে থাকে প্রতিটি মানুষের আত্মা। জীবনে যে যতই বড় হোক না কেন তবুও শৈশবের স্মৃতিতে সে একজন খোকা।কোরমা-পোলাও খাওয়ার চেয়েও শৈশবের কলার পাতার পান্তা ভাত আর কাঁচা মরিচের স্বাদ অনেক মধুর।

 

শৈশবের কথা মনে পড়তেই চোখের সামনে অনেক মধুর স্মৃতি ভেসে ওঠে। ছোটবেলার সেই লুকোচুরি খেলা, গোল্লা ছুট,কুটকুট,আরও কত মজার মজার খেলা।

 

সময়ের বিবর্তনে আমরা হাড়িয়ে ফেলেছি শৈশবের সেই দিনগুলো। নব্বই দশকের ছেলে মেয়েদের শৈশব ছিল সবচেয়ে মধুর। সে সময়ে জন্ম নেওয়া প্রতিটি মানুষের কাছে শৈশব মানেই ছিল দাদা দাদির কোলে বসে নানারকম মজার মজার গল্প শোনা।

 

আর এখন আধুনিকতার এই যুগে আমাদের শিশুদের শৈশব বলে কিছুই থাকছে না। এখনকার ছেলেমেয়েরা ছোট থেকেই মোবাইল ফোন ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।


Juboraj Hajong Raj

75 Blog posts

Comments