কাবাডি খেলা

গ্রামের আন্তর্জাতিক খেলা কাবাডি

আমাদের দেশে কাবাডি একটি জনপ্রিয় খেলা।এই খেলা সাধারণত গ্রামাঞ্চলে দেখা যায়। অনেকে এই খেলাকে কার হাডুডু খেলাও বলে থাকে।এই খেলার কোনো নির্দিষ্ট নিয়ম কানুন না থাকায় অনেক জায়গায় আলাদা আলাদা হয়ে থাকে।

 

এই খেলার নিয়ম হচ্ছে কোন খেলোয়ার মাঠের বাউন্ডারির বাইরের ভূমি স্পর্শ করলে তাকে আউট বলে ধরা হয়। কিন্তু স্ট্রগলের সময় কোর্টের বাইরের ভূমি স্পর্শ করলেও যদি তার শরীরের কোন অংশ সীমানার মধ্যে থাকার কোন খেলোয়ারকে স্পর্শ করে তবে সে আউট হবেন না।

 

এই খেলাই মুখে কাবাডি কাবাডি বলে খেলতে হয় খেলোয়ার গন যে সিরিয়াল অনুসারে আউট হবে আবার সেই সিরিয়াল অনুসারে বিপক্ষের খেলোয়াড়দের আউট হওয়ার পরিবর্তে কোর্টে প্রবেশ করবে।

 

আমাদের গ্রামের সবাই কমবেশি এই খেলার সাথে পরিচিত। ছোটবেলায় আমরাও এই খেলা খেলতাম। কিন্তু এখন সময়ের বিবর্তনে সব খেলা যেন কোথাও হারিয়ে গেছে।


Juboraj Hajong Raj

75 Blog posts

Comments