সুজলা সুফলা শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ। পাখি ডাকা থেকে শুরু করে আমাদের এই দেশে রুপের কোন শেষ নেই। আমাদের দেশ চারিদিকে সবুজ প্রকৃতিতে ঘেরা।
আমাদের এই বাংলাদেশকে নিয়ে অনেক কবি কবিতা লিখে গিয়েছেন। আমাদের এই দেশে অনেক জাতি গোষ্ঠীর মানুষ বাস করেন। যেমন চাকমা মারমা, বৌদ্ধ ইত্যাদি।
আমাদের এই দেশে সবথেকে কৃষি চাষ হয় । এজন্য এই দেশটিকে কৃষিপ্রধান দেশও বলা হয়। আবার এই কৃষিকাজ করার পাশাপাশি অনেক জেলেও নদীতে ও খালবিলে নানারকম মাছ ধরে থাকে।
আমাদের এই বাংলাদেশের সৌন্দর্য গ্ৰামে সবচেয়ে বেশি।গ্ৰামে পাখির কোলাহল ও শান্ত পরিবেশ যে কোনো মানুষকে মূহুর্তে মুগ্ধ করবে। বাংলাদেশ আমার মাতৃভূমি আর বাংলা আমার মাতৃভাষা।