বর্তমানে ৮০% লোক দাঁত ব্রাশ করার আগে ফোন চেক করে । এই ছোট্ট একটা ভুল আমাদের সারাদিনটা নষ্ট করে দেয় । ব্যাপার টা কি হয় ,আমরা ঘুমানোর আগে একটা প্লান করে রাখি যে কি কি কাজ করবো । কিন্তু সকালে ফোন হাতে নিয়ে যদি ইন্টারেস্টিং কিছু চোখে পড়ে তাহলে সেটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় । তারপর পুরো রুটিনটাই শেষ হয়ে যায় ।
এজন্য আমাদের প্রতিদিনের কাজ কর্ম ফেলে রাখা যাবে না ।যার ফলে কাজের চাপ বেশী হবে। একটা রুটিন বানিয়ে নিবেন যাতে আপনি রুটিনটি ফলো করে কাজগুলো করতে পারেন ।এতে করে দেখা যাবে আপনি নির্দিষ্ট সময় কাজ , পড়াশোনা সব করতে পারছেন ।
যদি আপনি প্রতিদিনের সময়কে কাজে লাগাতে শুরু করেন জীবনে ভালো কিছু করতে পারবেন । আপনার সফলতা কেউ আটকাতে পারবেনা। আর যদি সেটা না পারেন তাহলে সফল হওয়া সম্ভব নয়।