একদিন শিক্ষক সকল ছাত্রদের মাঝে আপেল বিতরণ করে বললেন,
‘তোমরা স্কুল থেকে ফিরে গিয়ে আপেলটি এমন জায়গায় খাবে, যেখানে
খাওয়া কেউ দেখতে পাবে না।'
পরদিন স্কুলে এলে শিক্ষক তাদেরকে জিজ্ঞাসা করলেন, 'তোমরা
কোথায় কীভাবে আপেল খেয়েছ?”
কেউ বলল, ‘আমি নির্জন বনের ভিতরে খেয়েছি ।'
কেউ বলল, ‘আমি জন-প্ৰাণীহীন ময়দানে খেয়েছি।'
কেউ বলল, ‘আমি নির্জন কক্ষে দরজা বন্ধ করে খেয়েছি।
কেউ বলল, ‘আমি রাতের অন্ধকারে বাড়ির ছাদে গিয়ে একাকী খেয়েছি ।'
কিন্তু তাদের মধ্যে একজন বলল, ‘স্যার! আমি আপেল খেতে পারিনি।'
স্যার বললেন, “তা কেন?’
সে বলল, ‘যেখানে গেলাম, যে জায়গাতেই ভাবলাম, সেখানে কেউ
আমার আপেল খাওয়া দেখতে পাবে না। কিন্তু সেখানে ভাবলাম, কেউ না
দেখুক, আল্লাহ তো দেখছেন। তাই আপনার নির্দেশ পালন করে তা
খেতে পারলাম না ।'
শিক্ষক ঐ জ্ঞানী ছাত্রকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং অনুরুপ
সর্বদা সর্বস্থানে আল্লাহ-ভীতি রাখার ব্যাপারে তাকে উৎসাহিত করলেন ।
Rubel Khan
44 Blog posts