সময় এক অমূল্য সম্পদ। নদীর স্রোতের মতোই এটি নিরন্তর চলতে থাকে।যে সময় একবার চলে যায় কোনো ভাবেই সেটা আর ফিরে পাওয়া যায় না।তাই সময়ের যথাযথ মূল্য দিয়ে সময়ের কাজ সময়ে করতে হয়।
জীবনের প্রতি ক্ষন অনেক মূল্যবান। আর সময়ের যে সঠিক ব্যবহার করতে জানে তারাই জীবনে সফল হয়েছে। অনেকেই সময়ের মূল্য দিতে জানে না। তারা অনেকেই সময়ের অপচয় করে থাকে।
সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাই। সময়ের অপচয় করে যে জন সে কখনো জীবনে সফল হতে পারে না।সময় চলে যায় কিন্তু এটাকে কখনো দেখা যায় না। তাই জীবনে সার্থক হতে গেলে সময়ের মূল্য দেওয়াটা অনিবার্য।
বিশেষ করে ছাত্রজীবনে সময়ের মূল্য অনেক। ছাত্র জীবন হলো সময় কে কাজে লাগানোর উৎকৃষ্ট সময়।এ সময় নষ্ট না করে জীবন গড়ার কাজে নিষ্ঠার সাথে আত্মনিয়োগ করা প্রয়োজন।