বিবাহ

Comments · 49 Views

বিবাহ একটি পবিত্র বন্ধন

বিবাহ মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান । কারন বিবাহের মাধ্যমেই পরিবার গঠন হয় । বিবাহের সামাজিক এবং ব্যক্তিগত তাৎপর্য আছে বলেই প্রত্যেক সমাজে নানা প্রকার অনুষ্ঠানাদির মাধ্যমে বিবাহ সম্পন্ন করতে হয় ।

 

বিবাহ মূলত নারী-পুরুষের স্বামী স্ত্রীতে পরিনত হ্ওয়ার সমাজ স্বীকৃত উপায় । বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একে অপরের প্রতি প্রতিশ্রুতি, বিশ্বাস, বোঝাপড়া, সমঝোতা জড়িয়ে‌ যায় । সম্পর্কে থাকতে একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। 

 

 বিবাহ এতটাও ঠুনকো নয় যে তা নারীর বহন করা চিহ্নের জন্য টিকে থাকবে। বিয়ে হল ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া দিয়ে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান। যখন দুজনের মনে পরস্পরের প্রতি অনুভূতির ঘাটতি হয় তখন বিবাহবিচ্ছেদের পথে যায়। 

Comments
Read more