বটগাছ

Comments · 59 Views

বটগাছের আত্মকাহিনী

বহুদিনের সাক্ষী হয়ে, অনেকখানি জায়গা দখল করে ছাতার মতো ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে থাকে বটগাছ । গাছের শিকড়গুলো মাটির ওপর বেরিয়ে থাকে । গ্রামের রাস্তার পাশে, নদীর ধারে, বাড়ির আশেপাশে এমনকি পুরনো বিল্ডিং এর ফাঁকে এই গাছ জন্মাতে দেখা যায় ।

 

রোদ, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দাঁড়িয়ে থাকে বছরের পর বছর । গাছের কোটরে কীট পতঙ্গ,সাপ,পাখি বাসা বাঁধে । শীতের শেষে গাছের পাতা ঝরে পড়ে। নতুন পাতা এবং ফল ও হয় । এসব ফল পাখিরা খায় । পাখির খাওয়া এই ফল যেখানে সেখানে পড়ে যার কারনে দেখা যায় অনেক জায়গায় এই গাছ জন্মাতে দেখা যায় ।

গ্রীষ্মের দাবদাহে এই বটের ছায়ায় আশ্রয় নেয় সকল বয়সের মানুষ । বটের ঝুড়িতে দোল খেয়ে বাচ্চারা আনন্সদ করে । অনেক সময় মেলা হতেও দেখা যায় বটগাছের নিচে । বটগাছের সৌন্দর্যের জুড়ি মেলা ভার । তাই গাছের প্রতি যত্নশীল হওয়া উচিত ।

Comments
Read more