আমরা সবাই সমাজে বসবাস করে থাকি। কিন্তু সমাজের প্রত্যেক মানুষ আশা আকাঙ্ক্ষা আলাদা। কেউ একটুতে সন্তুষ্ট থাকেন। আবার কেউ সব পেয়েও অতিরিক্ত লোভ করে থাকে। এদেরকেই লোভী বলে।
এই অতি লোভে তাঁতি নষ্ট কথাটি নিয়ে একটি গল্প আছে। যেখানে এক কৃষকের রাজ হাঁস ছিল। সেই রাজহাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দিত। সেই সোনার ডিম বিক্রি করে কৃষক এক পর্যায়ে বড়লোক হল।
কিন্তু সে অতি লোভে পড়ে চিন্তা করল, যেহেতু হাঁসের ভিতরে সোনার ডিম থাকে তাই সে হাঁস কে কেটে ডিম বের করে একসাথে বিক্রি করার সিদ্ধান্ত নিল। কিন্তু সে অতি লোভে পরে এইটুকু জ্ঞান ছিল না যে হাঁস টিকে কাটলে হাঁস মরে যাবে।
তার এই অতিরিক্ত লোকের কারণে হাঁসটি মারা গেল। কিন্তু সে কোনও দিমও পেল না । যার ফলে সে আবার গরিব হয়ে গেল। আমাদের সমাজেও এমন কিছু মানুষ থাকে। যারা অতি লোভে মানুষের সম্পদ নষ্ট করে। যার ফলে তার নিজেরাও অনেক কিছু হারিয়ে ফেলে।