প্রকৃতিতে সবচেয়ে ছোট সুন্দর পতঙ্গ হলো প্রজাপতি(butterfly)।প্রজাপতি নিরামিষভোজী। অন্য প্রানীর থেকে এদের ভিন্নতা হলো এরা পায়ের পাতা দিয়ে স্বাদ গ্রহণ করে । এরা ঘন্টায় প্রায় ১২ মাইল উড়তে পারে । এদের দৃষ্টিশক্তি খুব দূর্বল । ১০-১২ ফুট উচ্চতায় এর বেশি কিছু দেখতে পায় না।
হাজারো রং মেখে ফুলে ফুলে ঘুরে বেড়ানো প্রজাপতির ডানায় কোনো রং নেই । ডানায় অসংখ্য ছোট ছোট স্কেল থাকে । এতে আলোর প্রতিফলন ঘটে। যার ফলে রঙিন দেখায় । বিভিন্ন রকমের প্রজাপতির সৌন্দর্য মন কেড়ে নেয় ।
এই পতঙ্গটির বয়সসীমা মাত্র ৩-৪ সপ্তাহ । বেঁচে থাকার পুরোটা সময় এরা কাটায় খাদ্য গ্রহণ এবং বংশবিস্তারের মাধ্যমে । এদের জীবিকার মূল উদ্দেশ্যই ২টি । কিন্তু কিছু কিছু প্রজাতি আবার ১৮ মাস পর্যন্ত বেঁচে থাকে ।