নীল আকাশ

Comments · 60 Views

আকাশের রং নীল দেখায় কেন?

কথায় আছে আকাশের মতো উদার হ্ও। এছাড়াও আকাশকে নিয়ে মানুষের জল্পনা কল্পনার কথা শেষ নেই । আকাশের দিকে তাকিয়ে থাকতে কার না ভালো লাগে? কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আকাশের রং নীল কেন? গোলাপি ,বেগুনি , খয়েরী ও তো হতে পারত !

 

আকাশ হলো ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে অবস্থিত অংশবিশেষ । বায়ুমণ্ডল এবং মহাশূন্যের অংশ । আসলে আকাশের কোনো রং নেই । এটা হয় নীল আলোর বিক্ষেপনের কারনে । সূর্যের আলো ৭ টি রং এর সমষ্টি । 

পৃথিবীর চারদিকে ভাসমান জলীয় কণা রয়েছে । সূর্য থেকে আলো পৃথিবীতে আসার সময় ঐ জলীয় কণাগুলো দ্বারা বিচ্ছুরিত হয় এবং নীল রঙের আলোর তরঙ্গ কম বলে‌ সেগুলো বেশি বিচ্ছুরিত হয়। যার কারনে দিনের বেলা আকাশের রং নীল দেখায় । রাতের বেলা সূর্যের অনুপস্থিতির কারণে আকাশ কালো দেখায় ।

Comments
Read more