আমাদের দেশে অনেক নিম্নশ্রেণির মানুষ রয়েছেন। অনেকের কাছে এই মানুষ গুলো তাদের প্রাপ্ত সম্মান পায় না। যেমন শ্রমিক। একজন শ্রমিক দিন রাত পরিশ্রম করেও সবশেষে মানুষের কাছে
তাদের প্রাপ্ত অধিকার ও সম্মান থেকে বঞ্চিত হয়।এই শ্রমিকগুলো আছে বলেই অনেক বড়লোক এখনো শান্তিতে থাকতে পারে।তারা তাদের কোনো কাজে শ্রমিকদের ডাকলে সাথে সাথে শ্রমিকেরা তাদের কাজে হাজির হয়।
কিন্তু কাজ শেষে যখন তারা তাদের অধিকার চাইতে যাই তখন অনেক মালিক তাদের সাথে দুর্ব্যবহার করেন।যা কখনো উচিত নয়।
সমাজের এই মানুষ গুলো আধুনিক যুগে এসেও এখনো যথেষ্ট সম্মান পাচ্ছেনা। সবকিছু পরিবর্তন হয়ে গেলেও তাদের জীবনধারা এখনো খুব একটা পরিবর্তন হয়নি।