বাংলাদেশ আনসার পৃথিবীর সর্ববৃহৎ প্যারামিলিটারি বাহিনী। মূলত সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স হিসেবেই এই বাহিনীর সৃষ্টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ অসংখ্য সেবাপ্রদান মূলক কাজে এদের অংশগ্রহণ রয়েছে।
বাংলাদেশে আনসার বাহিনীর সংখ্যা প্রায় ৬৮ লক্ষ। এরা অন্যান্য আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সহযোগী। এদের মধ্যে প্রায় ২০ লক্ষ অস্ত্র চালনায় প্রশিক্ষিত। সবচেয়ে চৌকসদের বলা হয় ব্যাটেলিয়ন আনসার। দেশে যুদ্ধ লাগলে এদের বেশ প্রয়োজনীয়তা দেখা দিবে। বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা কিন্তু ২ লাখের কম। সেনা সদস্যদের থেকেও এদের সংখ্যা ২০গুণ। কিন্তু গত ১৬ বছর বিভিন্নভাবে এই বাহিনীতে ছাত্রলীগ কোটায় নিয়োগ দেওয়া হয়। যারা বর্তমানে এই অস্থিতিশীল অবস্থার জন্য দায়ী। এদের দ্রূত বহিষ্কার প্রয়োজন।
তবে ব্যাটেলিয়ন আনসাররা কিন্তু আন্দোলন করছে না। অস্থায়ী ভিত্তিতে চুক্তিতে চাকরি প্রাপ্তরা আন্দোলন করছে তারাও ব্যাটেলিয়ান আনসারদের মতো মর্যাদা চায়।
Rubel Khan
44 Blog posts