গাজী টায়ার কারখানায় লুটপাটের পরে আগুন

১১টি ফায়ার সার্ভিস ইউনিট রাতভর কাজ করলেও সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।

রোববার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপসীতে গাজী গ্রুপের টায়ার প্ল্যান্টে লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সংবাদ কর্মীদের এসম্পর্কে কারখানার সহযোগী কমন চিফ সাইফুল ইসলাম বিস্তারিত জানান। ১১টি ফায়ার সার্ভিস ইউনিট রাতভর কাজ করলেও সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। তবে এ সম্পর্কে কোনো হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কয়েকশ লোক দুটি দলে ভাগ হয়ে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে প্রবেশ করে, লুটপাট করে এবং তারপরে বিভিন্ন ভবনে আগুন দেয়। সাইফুল ইসলাম দাবি করেন, পুলিশ ও আইন প্রণয়নকারী সংস্থাগুলোকে অবহিত করেও দ্রুত কোনো সহায়তা পাওয়া যায়নি। সশস্ত্র বাহিনী সংক্ষিপ্তভাবে উপস্থিত হলেও তারা ১০ মিনিটের মধ্যে সেখান থেকে চলে যায়। তবে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনী আগুন দেয়ার পরে এসেছে।

ফায়ার সার্ভিস-এর লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান, টায়ার, ইলাস্টিক, প্লাস্টিকের মতো দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তারা 14 জন ব্যক্তিকে রক্ষা করেছিল যারা কারখানার কোন শ্রমিক ছিল না বরং লুটপাট করার জন্য সেখানে এসেছিল। পর্যবেক্ষকরা একটি ছয়তলা ভবনে দুর্বৃতদের আগুন ধরতে দেখেছেন।

গাজী গ্রুপের মালিক গোলাম দস্তগীর গাজীকে গতকাল ভোরে ঢাকায় আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদস দস্য ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন।


Abu Hasan Bappi

414 Blog posts

Comments