একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল । তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। এবং হটাৎ করে তাদের মধ্যে কথার কাটাকাটি হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়।
আর সে ঝগড়ায় এক বন্ধু আরেক বন্ধুকে চড় মেরে দেই। দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল কিন্তু সে প্রথম বন্ধুটিকে কিছুই না বলে মরুভূমির বালিতে লিখলো "আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে চড় মারলো"
তারপর আবার তারা চলতে শুরু করে।তারা হঠাৎ একটা নদী দেখতে পায় এবং সেখানে গোসল করার জন্য নামে। কিন্তু যে বন্ধুটি চড় খেয়েছিল সে পানিতে আটকে গিয়ে ডুবতে শুরু করে আর সাথে সাথে আরেক বন্ধুটি গিয়ে তাকে বাঁচায়।
এরপর সেই বন্ধুটি পাথরে লিখে আমার ভালো বন্ধু আজ আমার জীবন বাচালো।ঠিক তেমনি যখন আমাদের কেই মনে আঘাত করে তা বালিতে করে লেখা মত মন থেকে ছুড়ে ফেলা উচিত। আর যখন কেই উপকার করে তা পাথরে খোদাই করে লিখে রাখা উচিত যাতে সবসময় মনে থাকে ।
নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতেই পারে, কিন্তু তা মনে পুষে রাখতে নেই। কারন বিপদের সময় আমাদের কাছের মানুষগুলোই এগিয়ে আসে