নিজের মূল্য ভুলে যাবেন না

নিজের মূল্য ভুলে যাবেন না।

একজন এক লোক সবার মাঝে বক্তব্য দিচ্ছিলেন। তারপর সেই লোকটি তার পকেট থেকে একটি ৫০০ টাকার নোট বের করে বলেন তিনি এই টাকাটি যেকোনো একজনকে দিতে চান।

 

তাই তিনি সবার মাঝে বলেন কে এই টাকাটি নিতে চায়।সবাই নিতে রাজি হলো।তারপর লোকটি আবার সেই টাকা টিকে মুচরে দিয়ে বলে এখন কে কে এই টাকাটি নিতে চায়। কিন্তু তারপরো সবাই টাকা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলো।

 

তারপর লোকটি সবাই কে বললো এই টাকাটি তো এখন ময়লা লেগে গেছে তাও সবাই নিতে চান কেন।আর সবাই বললো ময়লা হলেও টাকার দাম কখনো কমে না।

 

তারপর সেই লোকটি বললো মানুষের জীবন এর চেয়ে বেশি মূল্যবান। জীবনে হয়তো অনেক খারাপ সময় আসে। কিন্তু কোন অবস্থাতে নিজের মূল্য ভুলে গেলে চলবে না।


Juboraj Hajong Raj

75 Blog posts

Comments