সময় যখন আলোর জলে এ মন হারায় কেমন করে আমি তখন যোজন দুরে, একাকী সঙ্গী মনও উঠাল। আকাশ যখন আধার বিষণ এক ফোটা জল চেয়েছে মন অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শূন্যতা।
সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে, সেই দিশা খুঁজে তোমাকে দীপান্বিতা। গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে, সেই ছোঁয়া খুঁজে তোমাকে দীপান্বিতা।
তুমি নীল আকাশ আপন করেছো হঠাৎ কোন কালে কে জানে । স্বপ্ন সীমা না সরিয়ে দিয়েছো, কোন সে জাদুতে কে জানে। আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালবেসে, সেই বিশালে খুঁজেছি একটু কোথায় তাও মেলেনি তা।
হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক বেলা। তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে, খুঁজছো যে বৃথা। অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে যায় সে তোমাকে হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা।