যার কারণে ছাড়লাম আমি জগতও সংসার, তবুও সে পাছান বন্ধু হইলো না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন,নিদয়া তুই পাছান বন্ধু এত যে কঠিন।
তোর মনের পিনজিরায় তুই কারে দিলি ঠাই,কারে এতো করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ।
ও জলে নিভে জোনাকি দিয়ে যায় আলো,তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। এই ভরা জোছনায় তুই কার পাশে,কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে ।
এই রঙের দুনিয়াই আমার চাওয়ার কিছু নাই,রোজ হাশরে চাইবো তোমায় মনের খাজনায়। তবু যদি হায় তরে না পায়,নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই।
shohidul22 15 w
কোন কিছু লিখতে হলে বা তৈরি করতে হলে সম্পূর্ণ তৈরি করতে হয় | অর্ধেক তৈরি করলে আর বাকি অর্ধেক কে করবে, বুঝলাম না ব্যাপারটা