এগিয়ে দে।

এত গল্প কার দেখো লিখছে কে

এটা গল্প কার দেখ লিখছে কে ভোলে অন্ধকার আলো ছিরছে কে। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাটতে চাই কয়েক পা তোর সাথেই।

 

একটা গল্প কার দেখো পড়ছে কে? ঘুম রূপকথার দেশে ঘুরছে কে। কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে। এগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাটতে চাই কয়েক পা তোর সাথেই।

 

পথ চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই। ছাড়া ঝাপটা মৌসুমী এলে, হবো একটা সময় পেলে, তোকে আমি আমার কথা বলতে চাই।

 

কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে এগিয়ে দে দুই এক পা এগিয়ে দে হাটতে চায় কয়েক পা তোর সাথেই


Juboraj Hajong Raj

42 وبلاگ نوشته ها

نظرات