পড়লে মনে তোমাকে

পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে।

পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে পাগলামি বলে থাকে লোকজনের। তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজই, ইচ্ছে তোমার বুঝি কে জানে।

 

তাও জানি না জানি হয়ে অভিমানী, হেরেছে জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, এবং পাগলামি বলে থাকে লোকজনে। 

 

 এগিয়ে গিয়েও পিছিয়ে আছি, কেন বেরোতে চায় না একা, এই পথের নাম পাবে নিজের দাম তুমি একবার দিলে দেখা। তাইতো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজই ইচ্ছে তোমার বুঝি কে জানে।

 

এলে নীলচে মাছ আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার। ছেলে মেঘলা দিন আমি খুব রঙিন করে সামলাবো আকাশ তোমার। তাইতো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজই, ইচ্ছে তোমার বুঝি কে জানে। তাই জানিনা জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি। এভাবে স্বভাবে করেছো তোমায় আমার।


Juboraj Hajong Raj

42 Blog posts

Comments