লিলি বেগমের বয়স ৬০ ছুঁয়েছে। প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে আছে তাঁর বাড়ি। বাড়ির সামনে যে নলকূপটি ছিল, সেখান থেকে তাঁরা সাতটি পরিবার পানি সংগ্রহ করতেন। এখন সেই নলকূপটিও ডুবে গেছে। চারদিকে থই থই পানি হলেও পানযোগ্য পানির তীব্র সংকট। পরিবারের সবাই আশ্রয়কেন্দ্রে এসে উঠলেও দুর্ভোগ কমেনি তাঁদের। আশ্রয়কেন্দ্রে শুকনা খাবারদাবার মিললেও পানি মিলছে অল্প পরিমাণ। পান করতে হচ্ছে খুব হিসাব করে।
লিলি বেগম বলেন, ঘরে-বাইরে সবখানে শুধু পানি আর পানি। অথচ এক সপ্তাহ ধরে পান করার জন্য বিশুদ্ধ পানির দেখা মিলছে না। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর এলাকার এই নারীর মতো হাজারো গ্রামবাসী সুপেয় পানির চরম সংকটে পড়েছেন।