বন্যার্তদের পাশে সমন্বিত শক্তি ও সামর্থ্য নিয়ে দাঁড়াতে হবে

Comments · 16 Views

২৭ নাগরিক বলেছেন, কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও

দেশের ১২টি জেলায় বন্যার্ত মানুষের পাশে সমন্বিত শক্তি ও সামর্থ্য নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো দেশের ২৭ জন নাগরিকের বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যায় বিপর্যস্ত। এ পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতিমধ্যে বিভিন্ন সাহায্যসামগ্রী নিয়ে বন্যার্ত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন ছাত্র-শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষ। অন্তর্বর্তী সরকারও পানিবন্দী মানুষকে উদ্ধার এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণের ব্যাপক উদ্যোগ নিয়েছে।

Comments
Read more