সেই ছোট্টবেলায় বাবা মার হাত ধরে স্কুল যাওয়া । তারপর ক,খ,গ,ঘ A,B,C,D শেখা । ক্লাসে ভর্তি হ্ওয়ার পর ক্লাস ২,৩,৪,৫ দেখতে দেখতে ৫টা বছর চলে যায়। এরপর ক্লাস ৬ । নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন স্কুল ড্রেস । যেটা কিনা ৫ বছরের জন্য বাধ্যতামূলক একটি ড্রেস । তারপর শুরু হয়ে গেল কড়া রোদে প্রতিদিন অ্যাসেম্বলি। স্কুল লাইফ মানে জাতীয় সংগীত না গেয়ে শুধু ঠোঁট নাড়ানো , শপথ বাক্য উল্টো পাল্টা বলে হাসাহাসি করা, অন্যের ব্যাগ দিয়ে নিজের ব্রেঞ্চ পরিষ্কার করা ।
স্কুল লাইফ মানে বন্ধুদের জন্য নিজের ব্ই দিয়ে জায়গা ধরা, যাদের ছাড়া একদম চলে না , নিজের বেস্ট ফ্রেন্ডকে অন্যের সাথে বেশিক্ষণ কথা বলতে দেখলে অভিমান করা , রুমে কাগজ ছোড়াছুড়ি, ব্ইয়ের দিকে তাকিয়ে গল্প করতে গিয়ে ধরা পড়লে কান ধরে দাঁড়িয়ে থাকা । টিফিন টাইমে খাবার ভাগাভাগি করে খাওয়া । সব থেকে মজার বিষয় স্যারদের নাম বের করা ,যা শুধু আমরাই জানতাম স্যার নয় । অসুস্থতার নাম করে ছুটি নেওয়ার মজাই আলাদা থাকত ।এভাবে কেটে আরো ৫টি বছর।
ফাইনাল পরীক্ষার সময় শেষ বারের মতো বন্ধুদের সাথে পরীক্ষা দেওয়া । শেষ বারের মতো রেজাল্ট আনতে স্কুল যাওয়া। এরপর কেউ যাবে কলেজ, কাজে , কেউবা শ্বশুর বাড়ি। কয়েক বছর হয়ে গেল বন্ধুদের ছেড়ে আসা তাও তাদের মনে পড়ে তাদের সাথে সেই আনন্দ মুহূর্তের কথা । এরই নাম বুঝি স্কুল জীবন ।