সেনাবাহিনীর মামলায় গোপালগঞ্জে ৪ আসামি গ্রেফতার

গোপালগঞ্জে সেনাবাহিনীর দায়ের করা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালি??

 

language-logo-en

EN

সম্পূর্ণ নিউজ সময়

বাংলাদেশ

১৬ টা ৪৪ মিনিট, ২৭ আগস্ট ২০২৪

সেনাবাহিনীর মামলায় গোপালগঞ্জে ৪ আসামি গ্রেফতার

গোপালগঞ্জে সেনাবাহিনীর দায়ের করা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আকিকুর রহমান রুসাদ।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়ন্ত শিরালী

 

১ মিনিটে পড়ুন

গ্রেফতার আসামিরা হলেন, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরিফ আমিনুল হক লাচ্চু, গোপীনাথপুর গ্রামের রফিকুল কাজী, গুলিশ শরীফ এবং কাশিয়ানী উপজেলার ফলশী গ্রামের মোস্তাক মোল্লা।

 

 

র‍্যাব ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার সৈয়দ ফজলুর রহমান জানান, সোমবার (২৬ আগস্ট) রাতে গোপালগঞ্জ শহরের শিক্ষক পল্লী থেকে সাবেক চেয়ারম্যান আমিনুল হক লাচ্চু এবং বাকিদের স্ব স্ব এলাকা থেকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন: ময়মনসিংহে শিক্ষার্থী সাগর হত্যা মামলায় ৩ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) আসামিদেরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

 

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট সশস্ত্র বিক্ষোভ করে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী। বিক্ষোভ চলাকালে হামলা চালিয়ে সেনা সদস্যদের মারপিট, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ ও ৩ হাজার ২০০ জনকে আসামি করে গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন গোপালগঞ্জে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম।


Shorub Dey

24 Blog posts

Comments