language-logo-en
EN
সম্পূর্ণ নিউজ সময়
রাজনীতি
৬ টা ২২ মিনিট, ২৭ আগস্ট ২০২৪
বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যাহতি
বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীর সদস্যপদ স্থগিত করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে।
কাদের গণি চৌধুরী। ফাইল ছবি
কাদের গণি চৌধুরী। ফাইল ছবি
মহানগর ডেস্ক
১ মিনিটে পড়ুন
সোমবার (২৬ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর ও সদস্যসচিব শহীদউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।
এতে বলা হয়, কাদের গণি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: ফখরুল
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে কাদের গনি চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে।
তবে, কাদের গণি চৌধুরী বিএনপির সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে এখনও বহাল আছেন