সুন্দর সম্পর্ক

Comments · 49 Views

একটি সম্পর্ক ভালো রাখতে কি করা উচিত?

দুটো মানুষ যখন সম্পর্কে জড়ায় তখন প্রাথমিকভাবে তাদের পছন্দ, অপছন্দ বুঝতে পারছে বা মেনে নিচ্ছে এটাই ভাবতে হবে। যখন সম্পর্ক তৈরি হয়ে যায় তখন ওই ভালো লাগা গুলো আস্তে আস্তে কমে যায়।একে অপরের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় তাদের কথা,আচার আচরণে তা প্রকাশ পায়। তাই কথা বলার সময় সতর্ক থাকতে হবে।

 

কথা বলার মুহূর্তে কিছু বিষয় মাথায় রাখলে সম্পর্ক তিক্ত হ্ওয়ার আগে আমরা মেরামত করে নিতে পারব । যদি দেখা যায় সে আপনার কথায় পাত্তা দিচ্ছে না, আপনাকে ইগনোর করছে । এমতাবস্থায় আপনার উচিত দ্রুত সরে আসা।

 

সম্পর্কে একে অপরের প্রতি যত্নশীল হতে হবে । তার কথা বার্তা শুনে যেন মনে যে অপর দিকের মানুষটা সন্মান এবং ভালোবাসার যোগ্য । তাছাড়াও রয়েছে সমালোচনা করা। একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকতে হবে কথাবার্তা। তা যেন কোনো তর্কের রূপ না নেয় সেদিকে খেয়াল রাখতে হবে ।

Comments
Read more