চশমা

চশমা পড়া থেকে মুক্তি পেতে করতে পারেন ল্যাসিক

এখনকার দিনে চশমা পড়া একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে । অন্যদিকে আবার চোখের সমস্যায় অনেকে ভোগেন । অনেকের কাছে চশমা পরাটা স্মার্টনেস আবার অনেকের কাছে ঝামেলাও বটে । যাদের চোখে পাওয়ার কম বা বেশি,বর্তমানে এই ঝামেলা এড়াতে কেউ কেউ করছে ল্যাসিক ।

 

ল্যাসিক একটি সার্জারি । লেসিক হলো লেজার দিয়ে চোখের এক ধরনের অস্ত্রোপচার। ছুরি না লাগিয়ে লেজারের সাহায্যে এই অস্ত্রোপচার করে । উদ্দেশ্য হলো চোখের চশমা থেকে মানুষকে মুক্তি দেয়া । অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে করতে পারেন ল্যাসিক ।

 

একবার ল্যাসিক করলে তার সারা জীবন আর দূরে দেখার জন্য চশমা লাগবে না। ল্যাসিক করলে মাইনাস পাওয়ারের রোগীরা বেশি সুবিধা পায়। প্লাস পাওয়ারের ক্ষেত্রে প্লাস তিন, চার বা পাঁচ পর্যন্ত থাকলে ল্যাসিক করা যায়। এর বেশি আর করা যায় না। বাংলাদেশে চোখের ল্যাসিক অস্ত্রোপচারের জন্য গড়ে খরচ হতে পারে 50,000 টাকা থেকে 150,000 টাকার মধ্যে ।


Hoimonti Shukla

137 Blog posts

Comments