একতরফা

Comments · 48 Views

সম্পর্কের মূল্যায়ন করতে শিখুন

প্রতিটা সম্পর্কের রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে। আমরা এটা কথা টা জানি কিন্তু কখনোই মানতে চাই না । আপনার জন্য এক সময় যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে ।মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝে এই কথাটা পুরোপুরি সত্যি !

 নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্হায় মূল্যায়ন করলে , আপনার হয়তবা তাকে হারাতে হতোনা । প্রকৃতি সমতা পছন্দ করে । একটা মানুষ দিনের পর দিন আপনাকে বুঝাতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায় আপনার নিকট সামান্যই চায় । তখন তাকে এই মূল্যায়ন টুকু করবেন । দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না ।

 

কিন্তু আপনাকে যে ভালবেসে তার সময় ও কেয়ার দিয়ে আগলে ধরে , আপনার খোঁজ নেয় তার প্রচন্ড ব্যস্ততায় ও সে আপনাকে সত্যিই ভালবাসে । আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লিখা ও পোষ্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। সে মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান । সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয় এমন নয় সে অবসর থাকে । 

Comments
Read more