চোখের জলে ভাসিয়ে দিলাম

চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা

চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা।তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো,আমি তোমারি থাকবো।আমি তোমারি থাকবো।

 

যাকে নিয়ে করলি খেলা,দিলে সে অবহেলা।দিবে সে চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা।যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে,আমি আজ বিদায় জানালাম।

 

সুখে থেকো ভালো থেকো, সুখে থেকো ভালো থেকো দুর থেকে চাইবো ।তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো । আমি তোমারি থাকবো,আমি তোমারি থাকবো।

 

দেবোনা দোষ ছলনায়, ভুলে যাও যদি আমায়। এভাবেই বাসবো ভালো, চিরদিন আমি তোমায়।আজ এই স্বপ্ন আশা পেতে চাই ভালোবাসা তবু হায় তোমায় হারালাম।

 

সুখে থেকো ভালো থেকো দুর থেকে চাইবো।তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো।আমি তোমারি থাকবো আমি তোমারি থাকবো।


Juboraj Hajong Raj

42 Blog posts

Comments