মন বোঝে না

মন বোঝে না বোঝে না

মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না পড়ছে কেন বিনা মেঘেই বাজ পদ্য লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মোড়

 

কিছুতেই উপায় মেলে না ও মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না

 

ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায় গড়বো ভিটে খুশির ইটে, সঙ্গী হবি আয় কলের পাড়ে জলের ধারা, ঘরের পরে তুই চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই সে ভাবনারা চোখ খোলে না

 

ও মন বোঝে না, বোঝে না, বোঝে নামন বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না, বোঝে না মন বোঝে না, বোঝে না।


Juboraj Hajong Raj

42 Blog posts

Comments