ওরে মন, বোবা মন, বোকা মন জানে না, শোনে না সে বারণ। খালি যায়, ছুটে যায় দিকে তোর থেকে যায় চিন্তায় অকারণ ।তাই পারবো না, আমি পারবো না আমি পারবো না, আমি পারবো না
ও পারবো না আমি ছাড়তে তোকে কোনোমতে আর হারতে তোকে সরে যেতে আর আমি পারবো না।ও পারবো না আমি ছাড়তে তোকে কোনোমতে আর হারতে তোকেৎসরে যেতে আর আমি পারবো না।
তোর বায়না সব রেখে দেবো সাজিয়ে তুই চাইলে বল, হয়ে আছি রাজি রে ,পালাতে আমি পারবো না।ছায়া তোর হয়ে আছি দেখ, পথে তোর চেয়ে আছি, দেখ, তোকে বল কি করে বোঝাই
দুজনেই হয়ে আছি এক,পারবো না আমি রাখতে তোকে,পারবো না আমি ঢাকতে তোকে ,ছেড়ে যেতে আর আমি পারবো না।তোর বায়না সব রেখে দেবো সাজিয়ে,তুই চাইলে বল, হয়ে আছি রাজি রে
পালাতে আমি পারবো না ওরে মন, বোবা মন, বোকা মন জানে না, শোনে না সে বারণ খালি যায়, ছুটে যায় দিকে তোর ,থেকে যায় চিন্তায় অকারণ তাই আমি পারবো না, আমি পারবো না আমি পারবো না, আমি পারবো না।