সজন সজনী তোমাকে দেখিয়া,মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া,সোহাগ চাদ বদনী ঘঙুর পায়ে দিয়া নাচো….সখি তোমারে দেখি পরাণ ও ভরিয়া ,আগুন দেও লাগাইয়া মনেরই ঠিকানায়
মামলা হইলে পরে দেইখ্যা নিব থানায়,রইলে পরে তোমার কাছে মন থাকে ফুরফুরা….দেখো তোমার জন্য পাগল জোয়ান থেকে বুড়া,সখা গো… প্রেমে মোরে দিও না ধরা,ধরা …দিলে তোমার মন ভেঙ্গে হবে গুড়াগুড়া..
তুমি কোন শহরের মাইয়্যা গো লাগে উরা ধুরা…তোমার দেখলে পরে…তোমার দেখলে পরে পুরা মাথা ঘোরায়,লাগে উরা ধুরা….লাগে উরা ধুরা ঢেউ খেলানো চুলে..লাগে উরা ধুরা ঝুমকা কানের দূলে..
লাগে আওলা ঝাওলা..রুপ দেখিয়া তোমারী..তুমি চাইলে তোমার কিইনা দিবো,লাল ফেরারী গাড়ি…
রাতে ..স্বপ্নে তোমার ধরতে চাই জড়াইয়া..ভাঙ্গে ঘুম সকালে দিগবিদিগ হারাইয়া…রইলে তোমার কাছে মন থাকে ফুরফরা.দেখো…তোমার জন্য পাগল জোয়ান থেকে বুড়া..সখা গো… প্রেমে মোরে দিও না ধরা,ধরা দিলে তোমার মন ভেঙ্গে হবে গুড়াগুড়া
তুমি কোন শহরের মাইয়্যা গো,লাগে উরা ধুরা,তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘোরা,তুমি কোন শহরের মাইয়্যা গো,লাগে উরা ধুরা,তুমি কোন শহরের মাইয়্যা গো,লাগে উরা ধুরা,লাগে উরা ধুরা লাগে উরা ধুরা…