ক্লান্ত শরীর

সব হারিয়ে ক্লান্ত শরীর খুঁজে না তোমায় আর

কেউ কি জানে এ অবশ চোখে..কত কাল আর ঘুম হয়না..কেউ কি জানে এ নিরবতা..বহুদিন হলো আলো দেখেনা।কেউ কি জানে এ শহর জুড়ে..কত কান্না আজো করে হাহাকার..

 

কেউ কি জানে এ রাতের আঁধারে..মিশে আছে যন্ত্রণার এ পাহার..কত সত স্বপ্নের ভিরে..তোমার পথের মাঝে আজো..দাড়িয়ে আমার এই সত্ত্বা..আজো প্রার্থনায় শুধু তোমায় চাওয়া।

 

শুধু দিয়ে গেলে আমায় যন্ত্রণা..সব হারিয়ে আই নিঃস্ব সকাল।কালো মেঘে আজো ঢেকে পুরো আকাশ..সব হারিয়ে এই ক্লান্ত শরীর খোঁজে নাতো আর তোমায়।সব হারিয়ে আই নিঃস্ব সকাল।

 

কালো মেঘে আজো ঢেকে পুরো আকাশ..সব হারিয়ে এই ক্লান্ত শরীর..খোঁজে নাতো আর তোমায়..সব আঁধারে মিশে বিধে ব্যর্থ আবেগে অবাক সে রাতের আঁধারে..হারালে কোথায় নিরবে কত ব্যর্থ মায়ায় তোমায় ভালবেসেছি..

 

আজো ক্লান্ত শরীর খোঁজে শুধু তোমায়..আজো একা বদ্ধ ঘরে আঘাত ঘিরে..শুধু দিয়ে গেলে আমায় যন্ত্রণা।সব হারিয়ে আই নিঃস্ব সকাল..কালো মেঘে আজো ঢেকে পুরো আকাশ।

 

সব হারিয়ে এই ক্লান্ত শরীর..খোঁজে নাতো আর তোমায়।সব হারিয়ে আই নিঃস্ব সকাল..কালো মেঘে আজো ঢেকে পুরো আকাশ।সব হারিয়ে এই ক্লান্ত শরীর..খোঁজে নাতো আর তোমায়।


Juboraj Hajong Raj

42 Blog posts

Comments